Khoborerchokh logo

পীরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে ; এনামুর রহমান এমপি 101 0

Khoborerchokh logo

পীরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে ; এনামুর রহমান এমপি

মোস্তফা মিয়া,পীরগঞ্জ-রংপুর থেকে:
বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী  ডাঃ এনামুর রহমান বলেছেন,সরকারের যথাযথ পদক্ষেপের কারনে পীরগঞ্জের করিমপুর জেলে পাড়ার বাসিন্দারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে । তাদের ঘর নির্মান সম্পন্ন হয়েছে এবং নিজেরাই রান্না করে খাচ্ছেন । তাদের আর কোন শংকাও নেই । প্রশাসনের পক্ষ থেকে সে ব্যবস্থাও নেয়া হয়েছে  ।
শনিবার  রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামের জেলে পল্লীতে দুর্বৃত্ত কর্তৃক হামলা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২য় দিন ঘটনা¯’ল পরিদর্শন শেষে মাঝি পাড়া বটতলায় সাংবাদিকদের সামনে এক প্রেস ব্রিফিং এ প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, অগ্নিকান্ডে ও হামলার পর গত ১৮ অক্টোবর ক্ষতিগ্রস্ত পরিবার বর্গের মাঝে ১শ’টি শাড়ী, ২শ’টি লুঙ্গি,১শ’টি কম্বল ও ২শ’টি শুকনো খাবার প্যাকেট বিতরন করা হয়েছে । পর দিন ১৯ অক্টোবর জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ আসনের এমপি ড.শিরীন শারমিন এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি  ক্ষতিগ্র¯’ এলাকা পরিদর্শন করেন  এবং ক্ষতিগ্রস্ত’ পরিবার বর্গের মাঝে ১ শ’বান্ডিল ঢেউ টিন, নগদ ৩ লক্ষ টাকা,সামাজ সেবা অধিদপ্তর ও ত্রান দুর্যোগ মন্ত্রনালয়ের প্রাপ্ত বরাদ্ধ থেকে ৬৬ জনকে জন প্রতি ১০ হাজার করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকা বিতরন করা হয়েছে । এছাড়া জীবিকা নির্মিত্তে ১৫ জন জেলেকে মাছ ধরার জাল প্রদান করা হয়েছে । এর পর ২০ অক্টোবর ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান  এমপি ৩৩ জনকে ৫ হাজার টাকা করে এবং ২৮ জনকে ১০ হাজার  টাকা করে মোট ৪ লক্ষ ৪৫ হাজার টাকা, ২৫ প্যাকেট গোখাদ্য,৪০ প্যাকেট শিশু খাদ্য প্রদান করেছে । একই দিন জেলা পরিষদ রংপুরের পক্ষ থেকে ২৫ জনকে ৩ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা প্রদান করেছে । এর পরদিন ২০ অক্টোবর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান অগ্নিকান্ড ও ভাংচুরে ক্ষতিগ্রস্ত’ এলাকা পরিদর্শন করেন এবং ৬৬টি পরিবারের মাঝে ২শ’টি শুকনো খাবার প্যাকেট, ৬৬ টি কম্বল, ৬৬টি শাড়ী, ৬৬টি লুঙ্গি বিতরন করা হয় এবং জেলা প্রশাসন রংপর এর সার্বিক তত্বাবধানে কয়েকটি ক্ষতিগ্র¯’ বাড়ী ঘর সংস্কার ও মেরামত করে দেয়া হয়েছে । এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের দু’টি মন্দিরের মধ্যে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে ১১ লক্ষ টাকা বিতরন করা হয়েছে ।
প্রেস ব্রিফিং এ আরও জানানো হয় উল্লেখিত সহায়তা ছাড়াও বেসরকারী সংস্থা রেড ক্রিসেন্ট, বিদ্যানন্দ ফাউন্ডেশন,আরডিআর এর পক্ষ থেকে ৩৪ লক্ষ ৩৫ হাজার টাকা বিতরন করা হয়েছে । 
ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পুলিশ প্রশাসনের উদ্যেশ্যে বলেন,নিরপরাধ ও সাধারন মানুষ যেন গ্রেফতার কিংবা হয়রাণীর শিকার না হয়,সেব্যাপারে পুলিশকে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন ।
এ সময় ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচীব মোহসিন আলী, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়,পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com